![]() শব্দ দূষণ : একটি ছদ্মবেশী ঘাতক Published : Thursday, 30 November, 2017 at 7:51 PM |
শহরবাসী বিশেষত ঢাকা শহরবাসীর দৈনন্দিন জীবন নানা বিশৃঙ্খলায় ভরপুর। অনেক বিপত্তি যেমন: অসহনীয় যানজট, মাত্রাতিরিক্ত বায়ুদূষণ এবং পানি দূষণের সাথে শব্দ দূষণও বড় শহরগুলোতে বসবাসের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। যখনই ঘর থেকে বের হই তখনই সহস্র ক্ষতিকর শব্দ তরঙ্গ আমাদের ঘিরে ধরে।
আমাদের ঘরের ভেতরেও আমরা শব্দ দূষণ থেকে সুরক্ষিত নই। বিভিন্ন উৎস থেকে অস্বস্তিকর আওয়াজ আমাদের ঘরে প্রবেশ করতে থাকে। বায়ু দূষণ বা পানি দূষণের মতো শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো সমন্ধে সাধারণ মানুষ খুব একটা সচেতন নন। কিন্তু এটি নানারূপ শারীরিক ও মানসিক সমস্যার প্রধান কারণ হতে পারে।
শব্দ দূষণ একটি অদৃশ্য ঘাতক। আমরা আমাদের শরীর ও মনের ওপরে এর খারাপ প্রভাব মাঝে মাঝেই বুঝতে পারি না। শিশুরা এবং গর্ভবতী মায়েরা শব্দ দূষণের প্রধান শিকার। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের সাথে ঢাকাসহ অন্য শহরগুলোতেও শব্দ দূষণ পরিস্থিতি দিনে দিনে আশঙ্কাজনক হারে খারাপ থেকে খারপতর হচ্ছে।
শব্দের মাত্রা ডেসিবেল (ডিবি)-এ পরিমাপ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মতে ৬০ ডিবি মাত্রার শব্দ একজন সুস্থ্য মানুষকেও বধির করে দেয় এবং ১০০ ডিবি মাত্রার শব্দ স্থায়ী বধিরতার কারণ হতে পারে। কিন্তু ঢাকা শহরের প্রায় প্রত্যেক এলাকাতেই শব্দ প্রতিনিয়তই এই মাত্রা অতিক্রম করছে যা সুস্থ্য শরীর ও মন বজায় রাখার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
শব্দ দূষণের নানাবিধ কারণ রয়েছে যার সবগুলোই ঢাকা শহরে উপস্থিত। ঢাকার যে কোন ব্যস্ত সড়কে শব্দের মাত্রা ৬০ ডিবি হয়ে থাকে। এর মূল একটি কারণ হচ্ছে হাইড্রোলিক হর্ণ। বাস, ট্রাক, মিনিবাস ও অন্যান্য অনেক যানবাহন হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে যা ৯৫-১০০ ডিবি মাত্রার শব্দ নির্গত করে। এটি যে কোন মানুষের জন্যই অত্যন্ত ক্ষতিকর, বিশেষত শিশুদের জন্য।
’হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ’ নামক একটি মানবাধিকার সংস্থার দায়ের করা রীট পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট চলতি বছরের ২৩ আগষ্ট এই হাইড্রোলিক হর্ণের ব্যবহার নিষিদ্ধ করে। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি পিটিশন বেঞ্চ এ বছরের ৫ নভেম্বর সরকারকে দেশজুড়ে হাইড্রোলিক হর্ণের ব্যবহার বন্ধে নির্দেশনা প্রদান করে। দেশজুড়ে শব্দজনিত ভয়াবহতা নিরসনের উদ্দেশ্যেই এই দিক-নির্দেশনা দেয়া হয়। অতিরিক্ত হর্ণ বাজানো আমাদেরকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। একটি আচমকা হর্ণ আমাদেরকে কিছু সময়ের জন্য বিচলিত করে তোলে কারণ এটি আমাদের মস্তিকে চাপ সৃষ্টি করে। হাইড্রোলিক হর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি যানবাহনের চালকদেরকে কোন বিশেষ কারণ ছাড়া হর্ণ বাজানো থেকে বিরত থাকতে শিক্ষিত করতে হবে। যানবাহনের মালিকদেরও বাধ্যতামূলকভাবে তাদের চালকদের উপর এই শর্তটি আরোপ করতে হবে। অন্যথায় চালকদের সাথে সাথে মালিকদেরও শাস্তির আওতায় আনা উচিৎ।
ঢাকার নাগরিকেরা আরও তিনভাবে যানবাহন থেকে উৎপন্ন দুর্ভোগের শিকার। প্রথমত : বিভিন্ন জেলার বাস, টাক ও লরিগুলো রাতের বেলায় ঢাকার ভিতর দিয়ে চলাচল করে। কোনো বাইপাস না থাকায় ঢাকার ভিতর দিয়ে যানবাহনগুলোর অতিক্রম করা ছাড়া উপায় নেই। অত্যধিক শব্দ দূষণের কারণে রাস্তার পাশে বসবাস করা লোকজনের পক্ষে রাতে ভালোভাবে ঘুমানো সম্ভব হয় না। দ্বিতীয়ত : আমাদের শহরের ভেতর দিয়ে রেলগাড়ি চলাচল করে যা পৃথিবীর কোনো দেশেই দেখা যায় না এবং এটি শব্দ দূষণে বিরাট ভূমিকা রাখে। তৃতীয়ত : ঢাকা শহরের ভেতরেই আমাদের প্রধান বিমানবন্দর। উড়োজাহাজগুলো সেখানে অসহনীয় শব্দ তৈরি করে। বিশেষত উড্ডয়নের সময়ে প্রচন্ড শব্দ হয় এবং আশেপাশের এলাকার লোকজন মারাত্মক শব্দ দূষণের শিকার হয়। বিশ্বের অনেক দেশে জনগণের সুবিধার্থে রাজধানীর উপর দিয়ে রাতের বেলায় উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ রয়েছে কিন্তু ঢাকায় সেদিক থেকে আমরা ভাগ্যহত।
আবাসিক ও বাণিজ্যিক এলাকার মধ্যে পার্থক্য করা আজকাল খুব কঠিন হয়ে গেছে। বুদ্ধিহীন শহরনেতা ও রাজনৈতিক পান্ডার সহায়তায় জ্ঞানহীন ব্যবসায়ী রাঘববোয়ালেরা বহু আবাসিক এলাকাকে বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত করে ফেলেছে এবং এর ফলে আরও বেশী জায়গায় শব্দ দূষণের মতো সমস্যা ছড়িয়ে পড়েছে। নিরীহ নাগরিকদের ভালমন্দ বিন্দুমাত্র চিন্তা না করেই ঢাকা শহরের বহু অভিজাত এলাকাকে উঁচু-উচু ভবন বিশিষ্ট বা বাণিজ্য এলাকায় বদলে ফেলা হয়েছে। এর ফলে ক্রমাগত উঁচু মাত্রার শব্দ ঐ এলাকাগুলোর লোকজনকে মানসিকভাবে পঙ্গু করে ফেলছে।
আবাসিক এলাকার নির্মাণ কাজও শব্দ দূষণের একটি অন্যতম উৎস। ঢাকা শহরে এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে কোন ধরণের নির্মাণ কাজ চলছে না। নির্মাণ কাজে ব্যবহৃত অনেক যন্ত্রপাতি ভারি শব্দের সৃষ্টি করে। ইট ভাঙ্গা যন্ত্র সবচেয়ে বেশী শব্দ দূষণ করে। পাইলিং করার সময়েও প্রচুর শব্দ হয় যা আশেপাশের মানুষদের ঘুমাতে পর্যন্ত দেয় না। ভাইব্রেটিং মেশিন বা মিক্সার মেশিনও অসহনীয় শব্দ তৈরি করে যা নির্মাণ স্থান সংলগ্ন বাসিন্দাদের শরীর ও মনের উপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলে। এ ছাড়াও বড় বড় নির্মাণস্থানের জেনারেটরগুলোও শব্দ দূষণের একটি দৈত্যাকার উৎস। যদিও এসব মেশিনে শব্দ নিরোধক ব্যবহারের সুযোগ রয়েছে কিন্তু বেশিরভাগ সময়েই তা ব্যবহার হয় না। ফলে, আবাসিক এলাকায় নির্মাণ কাজের দরুণ জনজীবন বিপর্যস্ত হচ্ছে।
বিশ্বের উন্নত দেশগুলোসহ বেশিরভাগ দেশেই শহর এলাকার ভেতরে কোন শিল্পস্থাপনা বা এলাকা নেই। কিন্তু দুঃখজনকভাবে গার্মেন্টস, ট্যানারী, অটো পার্টস বা যন্ত্রাংশ, ডায়িং ফ্যাক্টরী, প্রিন্টিং প্রেস ইত্যাদিসহ শত শত শিল্প স্থাপনা ঢাকা শহরের ভেতরে অবস্থিত। এই সকল শিল্পকারখানাগুলো বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ব্যবহার করে। যার ফলে উচ্চ মাত্রার শব্দ উৎপন্ন হয়। এই স্থানগুলোতে যেসব মানুষ বসবাস বা চলাচল করে তাদের শব্দ দূষণের দরুণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে। হাজার হাজার শিশুরা ঐ এলাকায় বসবাস করে এবং এক্ষেত্রে অনেক শিশুদের শ্রবণ-প্রতিবন্ধী হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
গ্রাহককে আকৃষ্ট করতে ব্যবহার করা সাউন্ডবক্স, মাইক্রোফোন অনেক লোকেরই বিরক্তির উদ্রেগ করে এবং এটি সবচেয়ে খারাপ রূপের শব্দ দূষণ। পথচারীরা এই সব যন্ত্রের উঁচু আওয়াজে মারাত্মকভাবে আক্রান্ত হয়। এছাড়াও আমরা রিক্সা, ভ্যান ও মিনিভ্যান থেকে রাস্তায় মাইকিং এর মাধ্যমে নানা ধরণের সরকারি-বেসরকারি প্রচারণা চালাতে দেখি যেগুলো গুরুতর শব্দ দূষণ করে থাকে।
আজকাল রাজনৈতিক দলগুলো ও তাদের অঙ্গসংগঠনগলো প্রায়ই নানা ধরণের মিটিং, সমাবেশ ইত্যাদিতে বিশাল মিছিল বা শোভাযাত্রা নিয়ে যোগ দান করে। এসময় তারা ড্রাম বাজিয়ে, ট্রাম্পেট বাজিয়ে, বড় স্পিকারে গান বাজিয়ে একটি উৎসবের আবহ তৈরি করার চেষ্টা করে। কিন্তু এগুলো শান্তি প্রিয় নাগরিকদের শরীর ও মনের উপর প্রচন্ড খারাপ প্রভাব ফেলে। এছাড়াও জোরে জোরে চিৎকার, ঝগড়াঝাঁটি, মারামারি, সড়কের উপর ক্যানভাসারদের প্রচারণাও নানা মাত্রায় শব্দ দূষণের সৃষ্টি করছে।
৪৫ ডিবি মাত্রার শব্দে সাধারণত একজন মানুষ ঘুমাতে পারে না। ৮৫ ডিবি মাত্রার শব্দ শ্রবণশক্তির ক্ষতি করতে শুরু করে। ১২০ ডিবি মাত্রার শব্দে কানে ব্যথা শুরু হয়ে যায়। ঢাকা শহরের রাস্তায় শব্দের মাত্রা ৬০-৮০ ডিবি। এখানে যানবাহনের শব্দ প্রায় ৯৫ ডিবি, লাউড স্পিকারের শব্দ ৯০-১০০ ডিবি, কলকারখানার শব্দ ৮০-৯০ ডিবি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের একটি রিপোর্ট অনুযায়ী, শব্দের আকাঙ্খিত মাত্রা আরও কম, মাত্র ৪৫ ডিবির কাছাকাছি। এর মাধ্যমে আমরা শব্দ দূষণের কারণে কি পরিমান ঝুঁকির মাঝে রয়েছি তার একটা ভয়াবহ চিত্র ফুটে উঠে।
আমাদের শরীর, মস্তিস্ক ও মন সবকিছুর উপরেই শব্দ দূষণের প্রভাব রয়েছে। এটি উচ্চ রক্তচাপ, অতিরিক্ত মানসিক চাপ (বিভিন্ন অসুখের মূল কারণ), শ্রবণশক্তি হারানো, ঘুমের বৈকল্য ইত্যাদি সমস্যার সৃষ্টি করতে পারে। শব্দ দূষণজনিত সমস্যাগুলোর মধ্যে প্রচন্ড মাথাব্যাথা, বিরক্তিভাব, আতঙ্কভাব, অবসাদবোধ এবং কর্মদক্ষতা হ্রাস পাওয়া উল্লেখযোগ্য।
আজকের ঢাকা শহরে মাঝে মাঝেই শব্দ দূষণের কারণে উৎপত্তি হওয়া মাত্রাতিরিক্ত উগ্রতার কারণে রাস্তাঘাটে আমরা মারাত্মক তর্কাতর্কি ও মারামারির ঘটনা দেখে থাকি। এই শব্দ দূষণ আসলে আমাদের মানসিকতাকে ধ্বংস করে দিচ্ছে ও আমাদের চরিত্রকে অসহনশীল করে তুলছে। শিশুরা শব্দ দূষণের মাধ্যমে সবচেয়ে বেশী আক্রান্ত কারণ, তারা নানা ধরণের অসুস্থতা ও বৈকল্য যেমন; মনোযোগের অভাব খাদ্যে অনাগ্রহ ইত্যাদি শব্দ দূষণ জনিত সমস্যায় সহজেই আক্রান্ত হয়।
গর্ভবতী মহিলারাও শব্দ দূষণের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। পর্যবেক্ষণ থেকে জানা যায় যে, যে সকল সন্তানসম্ভবা মায়েরা শব্দ দূষণের শিকার হন, তারা অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন সন্তানের জন্ম দিয়ে থাকে, যা তাদের জীবনটাকে কঠিন দুর্যোগ ও দুর্দশার দিকে নিয়ে যায়। যদি শব্দ দূষণের সমস্যাটি এখনই সমাধানের চেষ্টা না করা হয়, তবে আজ থেকে এক যুগ পরে আমাদের মাঝে মারাত্মক মানসিক অসুখের অনেক লক্ষণই দৃষ্টিগোচর হবে।
বাংলাদেশে শব্দ দূষণকে মোকাবেলায় কিছু আইন, নিয়ম ও বিধান রয়েছে। যেমন; পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পরিবেশ সংরক্ষণ বিধান ১৯৯৭, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ ইত্যাদি। এই আইনগুলো শব্দ দূষণের সমস্যাকে সমাধান করতে বিস্তারিত দিক-নির্দেশনা দেয়। কিন্তু দুঃখজনকভাবে এই আইনকানুনগুলোর কদাচিৎ প্রয়োগ দেখা যায়। এই আইনগুলোর বাস্তবায়নে কোনো কঠোর উদ্যোগ দেখা যায় না। যদিও হাইকোর্ট সাম্প্রতিক সময়ে হাইড্রোলিক হর্ণের ব্যবহার বন্ধে সরকারকে দিক-নির্দেশনা প্রদান করেছে, কিন্তু সে ব্যাপারে তেমন কোন উদ্যোগ দেখা যায়নি।
সরকারকে এখনই দূষণ সম্পর্কিত সকল আইনকানুনকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। এনজিও ও স্বাস্থ্য সংস্থাগুলোকে নাগরিকদের মাঝে শব্দ দূষণের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করতে হবে যে কোথাও হাইড্রোলিক হর্ণের ব্যবহার হচ্ছে না। তাদেরকে মাইক্রোফোন, মাইক, লাউডস্পিকার ইত্যাদির ক্ষতিকর ব্যবহারকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। আবাসিক এলাকা থেকে সকল বাণিজ্যিক ও শিল্পভিত্তিক কার্যক্রম সরিয়ে নেবার জন্য প্রশাসনকে এখনই উদ্যোগ নিতে হবে।
বিমানবন্দরকে ঢাকার বাইরে সরিয়ে নেয়া, আন্তঃজেলা যানবাহনগুলোর চলাচলের জন্য ঢাকার বাইরে বাইপাস তৈরি করা এবং ঢাকা শহরের ভেতর থেকে রেললাইন সরিয়ে নেয়ার মাধ্যমে শব্দ দূষণ থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব হবে।
যদি এই সবগুলো উদ্যোগ এক সাথে নেয়া হয়, তবেই শুধুমাত্র ঢাকা শহরের শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ফলশ্রুতিতে বাংলাদেশে একটি সুস্থ ভবিষ্যত প্রজন্ম তৈরি হবে।
লেখক: প্রধান সম্পাদক, মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)
|